মুক্তপক্ষ পাখি
ছড়া-কবিতা আবদুল হাই শিকদার মার্চ ২০২৫
পাললিক দেশে কিশোরকণ্ঠ
মুক্তপক্ষ পাখি যে,
ভালোবেসে তাকে খুব সযতনে
বুকের মধ্যে রাখি যে।
ভোরের আকাশে তার নাম লেখা
পশ্চিমে তারই লাল যে,
গতকাল ছিল রয়েছে আজও
থাকবে আগামীকাল যে।
উত্তরে তার কালবৈশাখী
দক্ষিণে তার ঢেউ যে,
ধান কাউনের এমন কবিতা
দেখে নাই আর কেউ যে।
কান্না হাসির প্রাণের কোরাস
তার সকাল ও সন্ধ্যা যে,
তার প্রতিপাতা সৃষ্টিতে ভরা
ঘুচায় সকল বন্ধ্যা যে।
বিশ্বাসীদের প্রিয় বাতিঘর
অবিশ্বাস্য জ্যোতি যে,
মানুষের প্রীতি জোছনা ও রোদে
সে মরকত মোতি যে।
আরও পড়ুন...