রাতের বুকে

রাতের বুকে

কবিতা জাকির আবু জাফর এপ্রিল ২০২৪

আমার হতে ইচ্ছে করে রাতের পাখি

জড়িয়ে নিতে পলক-বিহীন তারার আঁখি! 

সেই আঁখিতে জ্বলবে যখন জ্যোতির ধারা

দেখবো আমি তারার চোখে কার ইশারা! 


কার সে নিশান প্রাচীন থেকে আজ অবধি 

ছায়াপথের হৃদয় জুড়ে আলোর নদী।

সেই নদীটির বুকের ওপর হাঁটছে কারা

রাতের বুকে ছড়িয়ে পড়া ফেরেশতারা! 


আমার বুকের গোপন নদী ঢেউ তুলে দিক

আমি এখন মধ্যরাতের শব্দ-বণিক!

চোখের পাতা দুদিক থেকে হয় না জোড়া

ভাঙা চাঁদের চুমকি ছিটা থোড়া থোড়া।


চাঁদের পাশে ছেঁড়া ছেঁড়া মেঘের দানা

জ্যোতির আঁচে খোদাই করা কার ঠিকানা। 

কোন মহাদেশ কোন মহলায় ছুটছে এপথ

এই পৃথিবীর ছাদে আঁকা আদম সুরত।


কেউকি দেখে রহস্যময় রাতের খেয়া

গা ছমছম আচম্বিতে চমকে দেয়া!

পাতার পিঠে শিশির ঝরার গল্প দেখে

অন্ধকারের পৃষ্ঠা জুড়ে কেউকি লেখে।


নিশি পাখির সঙ্গে কারো আছে কি ভাব

কেউ কি পড়ো চাঁদের মুখে প্রাচীন কিতাব।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ