শরৎ আসে বাংলাদেশে

শরৎ আসে বাংলাদেশে

ছড়া-কবিতা গাজী আবদুস সালাম সেপ্টেম্বর ২০২৪

আকাশে ভেসে যায় সাদা সাদা মেঘ

মেঘ দেখে বেড়ে যায় আমার আবেগ।


সমীরণ দোলা দেয় কাশের বনে

একঝাঁক সাদা ফুল নাচে সেই ক্ষণে 

নীল রং গায়ে মাখে আকাশের ছাদ

অপরূপ বাহারে শান্তি অবাধ।


রংধনুর সাত রং মন ভরে দেখি

লাল, নীল, বেগুনি আরও কত কী!

ঢেউ ওঠে নদীতে কুলকুল সুর

পালতোলা নৌকা যায় বহুদূর

সাদা বক উড়ে যায় মেলে তার ডানা

কোথা যায় কোন দেশে নেই তো জানা।


পাকা তালের গন্ধে ভরে যায় মন

মারহাবা মারহাবা শরতের ক্ষণ।


জোছনা ঝরে পড়ে পূর্ণিমা রাতে

শরতের আগমনে পৃথিবী মাতে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ