শরৎ এলো
ছড়া-কবিতা আবদুল লতিফ সেপ্টেম্বর ২০২৪
বাদল ঝরা বর্ষা শেষে
শরৎ এলো হেসে
শরৎ এলো শাপলা শালুক
পদ্ম ভালোবেসে।
শিউলি ফুলের সুবাস মেখে
স্নিগ্ধ কোমল গায়ে
ঋতু-রানী শরৎ এলো
সাদা মেঘের নায়ে।
শরৎ এলো কাশের বনে
নদীর ধারে ধারে
শরৎ এলো শিউলি তলায়
পদ্ম পুকুর পাড়ে।
শরৎ এলো সবুজ মাঠে
কচি ধানের পাতায়
মনভোলানো শরৎ এলো
কবির কলম খাতায়।
শরৎ রাতে চাঁদের কিরণ
ঝরে অবিরত
প্রকৃতিতে শরৎ এলো
নববধূর মতো।
আরও পড়ুন...