শরৎ কারুকাজ
ছড়া-কবিতা মাহমুদুল হাসান নিজামী সেপ্টেম্বর ২০২৪
শরৎ এলো ঐ আকাশে সাদা মেঘের ঢল
শুভ্র ঘাসে সবুজ জমিন হাওর টলমল
রোদ বৃষ্টি হুক্কা হুয়া লাল শিয়ালের বিয়া
বাজনা বাজায় পুতুল সোনা কিয়া বাবু কিয়া।
অনেক খেলা সঙ্গ হলো লাল সবুজের দেশে
অন্যরকম সুড়সুড়িয়ে ধবল মেঘে হেসে
ঐ আকাশে বিজলি মারে জলজ কালোমেঘে
ধবল মেঘের শ্বেতঘোড়াটা ছুটছে দ্রুতবেগে।
শিউলি ফুলে শরৎ এলো নানা রঙের খেলা
কাশের বনে হাসে এ মন অন্য রূপের মেলা
এই রোদ এই বারি নানা রূপের সাজ
মেঘের কোলে হাসে রোদ শরৎ কারুকাজ।
আরও পড়ুন...