শান্ত বিকেল
গল্প ওয়াহেদুজ্জামান আহমেদ অক্টোবর ২০২৪
শান্ত বিকেলে নদীর বুকে
ভেসে যায় তরী দূর বহুদূর,
সুনীল আকাশ; মেঘ বালিকা
শোনায় যে তার সুরের নূপুর।
দুই কূলে তার সবুজের সারি
দিগন্ত রঙে গোধূলির মায়া,
ভেজা পাট জলে, শুকনো খড়ি
ক্লান্ত দুপুর বটের ছায়া।
নদীর মাঝে পাতার কুঁড়ি
কই পুঁটি মাছ ভ্যাসালের জালে,
পুঁই মাচা ভরা নধর ডগায়
ঝিঙে ফুল ফোটে ঘরের চালে।
লাঙল চলেছে শ্রাবণের আগে
কৃষকের মুখে মধুর হাসি,
হাম্বা রবে ডাকছে ধেনু
রাখালের ঠোঁটে পাতার বাঁশি।
আরও পড়ুন...