শিল্পী পাখি বাবুই
ছড়া-কবিতা শাহীন সুলতানা নভেম্বর ২০২৪
বাবুই পাখি দারুণ গুণী দক্ষ প্রকৌশলী
নিজের জ্ঞান আর গুণ খাটিয়ে আপন তেজে জ্বলি,
কী অপরূপ রূপের বাহার চিকন পাতার গেহ
সোনার বরন রঙের ঝিলিক মন মাতানো দেহ।
খেজুর, কড়ই, তালের বনে সবখানে তার বাসা
নিপুণ হাতে মেধার বলে বাসা বানায় খাসা,
ছোট্ট পাখি শিল্পী যেন ফুড়–ত করে ওড়ে
ঘাসে-লতায়, বুকের ঘষায় গৃহ খানা জোড়ে।
বিদ্যা-বুদ্ধি, মেধা-মনন যা কিছু তার আছে
ধৈর্য ধরে আপন গুণে খাটায় কাজের পাছে,
বাবুই হলো শিল্পী পাখি কর্মী স্বাধীনচেতা
ধরার মাঝে তাঁতী বাবুই সর্বগুণে জেতা।
আরও পড়ুন...