শিশির-শীতল মায়া

শিশির-শীতল মায়া

হাদীসের আলো বিলাল হোসাইন নূরী সেপ্টেম্বর ২০২৪

ভীষণ জ্বরে কাঁপছে মায়িশাহ্। এই তো, এখনই যেন পুড়ে ছাই হয়ে যাবে সে। জ্বরের এত তেজ এর আগে কখনো সে অনুভব করতে পেরেছে বলে মনে হয় না। তবে মা তার পাশেই আছেন। মা যখন কপালে হাত রাখেন, পৃথিবীর সব সুখ এসে জড়ো হয় সেখানে। টাপুর-টুপুর বৃষ্টির মতো মা যখন মিষ্টি করে কথা বলেন, মনটা তখন ভীষণ ভালো হয়ে যায়। মায়িশাহ্র মুখেও তখন ফুল ফোটে। কথার ফুল। আজ মায়িশাহ্ বললো- মা! তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোমার ভালোবাসা না পেলে তো আমি মরেই যেতাম!

মা বললেন- পাগলি মেয়ে! কারো ভালোবাসায় মানুষ বাঁচে না, মানুষ বাঁচে আল্লাহর দয়ায়!

মায়িশাহ্ বললো- কই! তিনি কি আমাকে ভালোবাসেন? তাহলে আমাকে জ্বর দিলেন কেন? তা-ও এত জ্বর!

মা এবার হেসেই ফেললেন। বললেন- তিনি তো দেখছেন তুমি সবর করছ কি না। তাঁর ওপর ভরসা রাখছ কি না। আচ্ছা, তুমি কি আল্লাহর ওপর ঈমান রাখো? মায়িশাহ্ এবার নড়েচড়ে বললো- কী বলো মা? কেন রাখবো না? আমি তো আল্লাহকে ভালোবাসি, অনেক ভালোবাসি!

মা বললেন- তাহলে এখন আসল কথাটা শোনো। নবীজি বলেছেন, “আল্লাহ তোমাদের মাঝে চরিত্র বিতরণ করেছেন, যেভাবে তোমাদের মাঝে বিতরণ করেছেন রিজিক। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরও সম্পদ দান করেন, যাদের ভালোবাসেন না তাদেরও দান করেন। তবে তিনি ঈমান দান করেন কেবল তাদের, যাদের তিনি ভালোবাসেন।” (আল-আদাবুল মুফরাদ)

- সুবহানাল্লাহ! আমি ঈমানদার, মানে আল্লাহ আমাকে ভালোবাসেন?

মা বললেন- এ ভালোবাসা প্রাথমিকভাবে সকল ঈমানদারের জন্যই। তবে তিনি যাদের বেশি ভালোবাসেন, তাদের বেশি বেশি ভালো কাজের তাওফিক দেন। যেমন- নফল ইবাদাত, দুনিয়ার প্রতি লোভহীনতা, উত্তম চরিত্র অর্জন, মানুষের উপকার করা, বিনয়, কোমলতা ইত্যাদি। এমনকি তার সকল দোয়াও আল্লাহ কবুল করে নেন। শুধু কি তাই?

“যখন আল্লাহ কোনো বান্দাহকে ভালোবাসেন, জিবরাইলকে ডেকে বলেন- আল্লাহ অমুককে ভালোবাসেন, তুমিও তাকে ভালোবাসবে। তখন জিবরাইল তাকে ভালোবাসেন এবং তিনি আসমানবাসীদের ডেকে বলেন- আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসবে। তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসে। অতঃপর দুনিয়াবাসীর মধ্যে তার জন্য তৈরি করা হয় গ্রহণযোগ্যতা।” (বুখারি)

মায়িশাহ্র জ্বর যেন উধাও অচিনপুর! আসমান ভেঙে তার ওপর যেন নাজিল হচ্ছে শিশির-শীতল মায়া। মায়ের হাত জাপটে ধরে সে বলতে লাগলো- মা! আমার নাম ধরে আল্লাহ কখন বলবেন- জিবরাইল! আমি মায়িশাহ্কে ভালোবাসি!

- বিলাল হোসাইন নূরী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ