শীতের বুড়ি
কবিতা শাহরিয়ার শাহাদাত জানুয়ারি ২০২৪
শীতের বুড়ি বাড়িয়ে দিলো
হিমের ভলিউম
ঠাণ্ডা শীতল শিরশিরানি
সবাই খোঁজে উম
মাঘের এ মৌসুম!
কুসুম কুসুম আলো ছড়ায়
সূর্যটা এক চিলতে
ইচ্ছে করে মিষ্টি এ রোদ
হড়বড়িয়ে গিলতে
উঠোন জুড়ে মিলতে।
দুধ কুয়াশায় সব ছেঁয়ে যায়
শীত যেন এক দত্যি
দু’হাত শুধু যায় পকেটে
বেরোয় না একরত্তি
এই কথাটি সত্যি!
হাড়কাঁপানো মাঘের শীতে
কেউ পায় না পার
বনের বাঘও জড়ায় নাকি
জ্যাকেট সোয়েটার
বিষয়টা ভাবনার!
আরও পড়ুন...