শীতের হাওয়া

শীতের হাওয়া

ছড়া-কবিতা রেদওয়ানুল হক জানুয়ারি ২০২৫

আবুর ছেলে সাবু মিয়া

সারাক্ষণই খনখনায়,

থালা-বাটি চায়ের চামচ

মেঝেয় ফেলে ঝনঝনায়।


খায় না খাবার তেমন শুধু

মাছির মতো ভনভনায়,

শীতের হাওয়া লাগলে পরে

চুপটি করে কনকনায়।


লেপের নিচে ঘুমায় ভালো

উঠলে পরে পনপনায়,

পড়ার কথা পড়লে মনে

পিঠের বিষে টনটনায়।


বাড়ির সামনে বাঁশের মাচা

শিমের ডগা ফনফনায়

আবুর ছেলে সাবু মিয়া

সারাক্ষণই খনখনায়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ