শীত এসেছে
কবিতা নাজমুস সাআদাত ডিসেম্বর ২০২৩
শীত এসেছে শীত এসেছে
হিমেল শাড়ি পরে,
শীত এসেছে ধনী-গরিব-
সবার ঘরে ঘরে।
সারাটা গ্রাম কাঁপছে শীতে-
শরীরে তার চাদর,
রৌদ্র দিয়ে সূর্য মামা
রোজ করে দেয় আদর।
খেঁজুর গাছে ঝুলে আছে-
খেঁজুর রসের হাঁড়ি,
ঠান্ডা হাওয়ায় ছড়িয়ে যায়-
মিষ্টি সুবাস তারই।
আরও পড়ুন...