শীত বসেছে জেঁকে
ছড়া-কবিতা শামীম খান যুবরাজ জানুয়ারি ২০২৫
শীত বসেছে জেঁকে
রস খাবি আয় কে কে?
খোকা-খুকু যত্ত আছে
আয় নিয়ে আয় ডেকে।
টইটম্বুর রসের হাঁড়ি
কানায় কানায় আজ,
কুয়াশাদের চাদর পরে
গাঁয়ের নতুন সাজ
মন খুশিতে ভরে গেল
শিশির ফোঁটা দেখে
রস খাবি আয় কে কে?
অল্প জলে মাছের খোঁজে
বকের আনাগোনা
দোয়েল পাখির শিসটা গাঁয়ের
দারুণ জানাশোনা।
এমন পরিবেশটি ছেড়ে
মন কি কোথাও টেকে?
রস খাবি আয় কে কে?
আরও পড়ুন...