সমুদ্রের প্রতি
কোনখানে যাও কোনখানে যাও
একবারও যে ফিরে না চাও
শুধুই চলা, বাঁধন হারা
দিচ্ছ না যে একটু সাড়া।
সকাল, বিকেল, সন্ধে, রাতে
কেউ বুঝি নেই তোমার সাথে?
একলা পথে, আপন বেগে
চলছো কোথায় কি আবেগে?
কি নাম তোমার? যাও না বলে
তারপরে নয় যেওই চলে।
একটুও কি নেই যে সময়
খানিকটা দম নিলেই না হয়!
একূল ওকূল যায় না দেখা
পাই না খুঁজে সীমারেখা
কোথায় বাড়ি, কোথায় যে ঘর
আপন কে কে? কে হয় যে পর?
একূল ভেঙে ওকূল গড়ো
পাই না মানে কেমন তরো
কখন আবার ভাঙছো দু’কূল
গড়ছো নূতন সৃষ্টি অতুল।
একটু দাঁড়াও, একটু দাঁড়াও
চলার গতি একটু থামাও
সাঁতরে যাব তোমার জলে
ডুব দেবো ফের মাঝ অতলে।
আনবো খুঁড়ে জলের খনি
জগৎ জোড়া এসব মনি
জানবে সেরা বিশ্বলোকে
সাগর তুমি কোন আলোকে?
আরও পড়ুন...