স্বাপ্নিক কবি ফররুখ

স্বাপ্নিক কবি ফররুখ

ছড়া-কবিতা শাহরিয়ার শাহাদাত অক্টোবর ২০২৪

মাঝআইলের কিশোর ছেলে 

হলেন বিরাট কবি 

চোখ জোড়া তাঁর দুঃসাহসী

সিন্দাবাদের ছবি। 


চাঁদ বদনে মায়াবী কবির

দরদ ভরা দিল

রেখে গেলেন ‘কিস্সা কাহিনী’

ছন্দের ‘মাহফিল’। 


নোনা দরিয়ার ডাক শুনে কে

উড়ায় রঙিন পাল?

‘হাতেম তায়ী’ ‘তসবির নামা’

রয়ে যাবে চিরকাল। 


সাত সাগরের মাঝির কবি

আঁধার করেন পার,

জাগরণী হয়ে ছড়ান দ্যুতি

মুসলিম রেনেসাঁর। 


শাণিত লেখা জানান দিলো

সত্য-ন্যায়ের পথ,

জাগায় বুকে সঠিক দিশা

কাফেলার মহরত। 


হরফের ছড়া ছড়ার আসর

লেখেন পাখির বাসা

ফুলের জলসা শিশুর মনে

দোলায় স্বপ্ন-আশা। 


কাব্যেতে যাঁর মজলুম পেল

মুক্তির পয়গাম 

স্বাপ্নিক কবি ফররুখ তিনি

মুখে মুখে তাঁর নাম। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ