হাদিসের আলো
হাদীসের আলো বিলাল হোসাইন নূরী নভেম্বর ২০২৪
প্রশ্ন
এই তো, একটু আগেই একজন মানুষকে শুইয়ে দেওয়া হয়েছে এখানে। মাটির বিছানায়। কবরের গহিনতলে। তিনি দূরের কেউ নন। কাছের, একদম কাছের। সে মানুষটার হাতের লাঠি ছিল জাহির। দাদাজান! প্রিয় দাদাজান তিনি!
সবাই চলে গেছে যে যার মতো। শুধু থেকে গেছেন বাবা। চাচ্চুরা। সাথে জাহির। সবার চোখে পানি। সবার কণ্ঠে হৃদয়গলা দোয়া। পাথরগলা রোনাজারি। বাবা বললেন- জাহির! দাদাজানের জন্য দোয়া করো। এখনই তাকে প্রশ্ন করা হবে!
- প্রশ্ন?
- হ্যাঁ! নবীজি (সা) বলেছেন, মানুষ যখন ফিরে যেতে থাকে, মৃত মানুষটি তাদের জুতোর শব্দ শুনতে পায়। তখনই দু’জন ফেরেশতা তার কাছে আসে। তাকে বসায়। প্রশ্ন করে- তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ। তোমার দীন কী? সে বলে, আমার দীন ইসলাম। এ লোকটি কে, যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? সে বলে, তিনি আল্লাহর রাসূল (সা)। তারপর তারা বলে, তুমি কীভাবে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি। তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে মেনে নিয়েছি। এরপর আকাশ হতে একজন ঘোষণাকারী বলেন- আমার বান্দাহ সঠিক কথাই বলেছে। তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তখন তার দিকে জান্নাতের হাওয়া ও সুগন্ধি বইতে থাকে। ওই দরজা তার দৃষ্টি যতদূর যায়, ততদূর খুলে দেওয়া হয়!
এ তো গেল ঈমানদারের কথা!
কাফিরের রুহকেও তার শরীরে ফিরিয়ে আনা হয়। দু’জন ফেরেশতা তার কাছে আসে। তাকে বসায়। প্রশ্ন করে- তোমার রব কে? সে বলে, হায়! আমি কিছুই জানি না। তোমার দীন কী? সে বলে, হায়! আমি কিছুই জানি না। এ লোকটি কে, যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? সে বলে, হায়! আমি কিছুই জানি না। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী বলেন- সে মিথ্যা বলেছে। সুতরাং, তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও। তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তখন তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। আর তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়। ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়! (আবু দাউদ : ৪৭৫৩)
জাহির বললো, নাউজুবিল্লাহ! আল্লাহ গো! দাদাজানের জন্য জান্নাতের দরজা খুলে দাও!
কান্নাভেজা গলায় সবাই বললো- আমিন! আমিন!
- বিলাল হোসাইন নূরী
আরও পড়ুন...