হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক জুলাই ২০২৪

তিন বন্ধু মরুভূমিতে হারিয়ে গেছে।

তারা মরুভূমিতে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি জিনের প্রদীপ পেল। ভেতর  থেকে একটি জিন বেরিয়ে এলো। জিন বললো তাদের তিনটি ইচ্ছে পূরণ করবে। তো তারা তিনজন তিনটি ইচ্ছে ভাগাভাগি করে নিলো।

১ম বন্ধু বললো, তাকে তার বাড়িতে পৌঁছে দিতে। জিন তাকে বাড়িতে পৌঁছে দিলো। 

২য় বন্ধুও বললো, তাকে বাড়িতে পৌঁছে দিতে। জিন তাকেও তার বাড়িতে পৌঁছে দিলো।

এবার জিন ৩য় বন্ধুকে বললো, তুমি কী চাও?

৩য় বন্ধু বললো, আমি তো একা হয়ে গেলাম। তাই ওদের আবার নিয়ে এসো। 

আবু সাঈদ, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।


দুই পাগলের মধ্যে কথোপকথন-

প্রথম পাগল : আচ্ছা তুই কি জানিস কম্পিউটার কী করে চালু করে? 

দ্বিতীয় পাগল : তুই এটাই জানিস না? 

প্রথম পাগল : না। 

দ্বিতীয় পাগল : এজন্যই তো মানুষ তোকে পাগল কয়। দে ক্যালকুলেটরটা দে। কম্পিউটারটা চালু করে দেই। 

জুনাঈদ ইসলাম জামিল, সদর, ঠাকুরগাঁও।


দুই বন্ধুর মাঝে কথোপকথন-

১ম বন্ধু : তুই কি কখনো অ্যারোপ্লেনে চড়েছিস?

২য় বন্ধু : না রে, তুই চড়েছিস?

১ম বন্ধু : চড়িনি, কিন্তু চালিয়েছি।

২য় বন্ধু : সত্যি! কীভাবে? কখন? 

১ম বন্ধু : গতকাল। খেলনার দোকানে।

জুবাইর আল হাদী, জুজখোলা, সদর উত্তর, পিরোজপুর 


সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ চলছে-

প্রশ্নকর্তা : পড়তে-লিখতে পারেন?

প্রার্থী : লিখতে পারি পড়তে পারি না।

প্রশ্নকর্তা : কী অদ্ভুত কাণ্ড! পড়তে পারেন না অথচ লিখতে পারেন! আচ্ছা কিছু একটা লিখে দেখান তো।

(প্রার্থী খচখচ ঘচঘচ করে কী যেন লিখলো। বহু কষ্ট করেও প্রশ্নকর্তা বুঝতে পারলেন না)

প্রশ্নকর্তা : এসব কী লিখেছেন? 

প্রার্থী : ঐ যে বললাম পড়তে পারি না।

আব্বাস শেখ, মধুখালী, ফরিদপুর 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ