হৃদয়ের রোগ

হৃদয়ের রোগ

হাদীসের আলো বিলাল হোসাইন নূরী আগস্ট ২০২৪

একদিন কুরআন তিলাওয়াত করতে না পারলে, বুকের ভেতরটা খাঁ খাঁ করে ওঠে দহন-দুপুরের মতো। কুরআনের সুরে তার হৃদয়টা যেন গলে গলে নদী হয়ে যায়। ভালোবাসার এ পাঠ সে বাবার কাছ থেকেই পেয়েছে। মারজুক বললো, বাবা, আমি তোমার মতোই আলেম হতে চাই। কারি হতে চাই।

আসতাগফিরুল্লাহ! আমি তো এসবের কিছুই নই, বললেন বাবা। শুধু কুরআন ভালোবাসি। কুরআনের সাথে পথ চলি।

বাবা, মানুষ তো তোমাকে এসব উপাধিতেই ডাকে। বাবা বললেন, আমি এসব পছন্দ করি না। যে কাজই আমরা করি, তা হতে হবে আল্লাহর জন্য। হৃদয়টা হতে হবে রোগহীন। পদ্মপুকুরের মতো স্বচ্ছ। না হলে, সবচেয়ে ভালো কাজই সবচেয়ে বড়ো বিপদের কারণ হতে পারে। এই শোনো নবীজির হাদিস-

কিয়ামতের দিন প্রথমেই যার বিচার করা হবে, সে একজন শহিদ। তাকে আনা হবে। আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে। আল্লাহ বলবেন, বিনিময়ে‌ কী আমল করেছিলে? সে বলবে, আমি আপনার পথে যুদ্ধ করেছি এমনকি শহিদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছো। বরং তুমি যুদ্ধ করেছিলে, যাতে তোমাকে বীর বলা হয়। তা বলা হয়েছে। এরপর আদেশ দেওয়া হবে। তাকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে।

এরপর বিচার করা হবে তার, যে ইলম শিখেছে ও শিখিয়েছে এবং কুরআন পড়েছে। তাকে হাজির করা হবে। আল্লাহ তাঁর নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে। আল্লাহ বলবেন, বিনিময়ে কী করেছো? সে বলবে, আমি ইলম শিখেছি। শিখিয়েছি। এবং তোমার খুশির জন্য কুরআন পড়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছো! তুমি ইলম শিখেছো, যাতে তোমাকে আলেম বলা হয়। কুরআন পড়েছো, যাতে বলা হয়- ‘সে একজন কারি!’ তা বলা হয়েছে। এরপর আদেশ দেওয়া হবে। তাকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে!

এরপর বিচার করা হবে তার, যাকে আল্লাহ সচ্ছলতা ও সবধরনের সম্পদ দিয়েছেন। তাকে উপস্থিত করা হবে। আল্লাহ তাঁর নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তা চিনতে পারবে। আল্লাহ বলবেন, বিনিময়ে কী কাজ করেছো? সে বলবে, আপনার খুশির জন্য আপনার পছন্দের সবখানে আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছো। তুমি এজন্য তা করেছিলে, যাতে দানবীর বলা হয়। তা বলা হয়েছে। এরপর আদেশ দেওয়া হবে। তাকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম)

মারজুক বললো, আল্লাহ আমাদের লোক-দেখানো কাজ থেকে দূরে রাখুন।

বিলাল হোসাইন নূরী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ