হেমন্ত
ছড়া-কবিতা হাসান রুহুল নভেম্বর ২০২৪
মাঠে মাঠে ধানের ক্ষেতে
সোনালী রং ছড়ায়
রংবেরঙের পাখনা মেলে
হেমন্ত আসে ধরায়।
গাছে গাছে পাখি সব
কিচিরমিচির ডাকে
মিষ্টি সতেজ বাতাস বয়
শান্ত নদীর বাঁকে।
শিশির ভেজা দুবলা ঘাসে
হাঁটতে লাগে ভালো
সব জড়তা দূর হয়ে যায়
মনে জ্বলে আলো।
বাড়ি বাড়ি খুব পড়ে যায়
পিঠা পুলির ধুম
মজা করে খেয়ে সবাই
দেই যে সুখের ঘুম।
আরও পড়ুন...