হৈমন্তি সুর
বিবিধ ফররুখ আহমদ অক্টোবর ২০২৪
হিম শিরশির হেমন্ত মাঠ,
কাঠুরিয়া যায় কেটে কাঠ,
রাত্রিশেষে ঝলমলে দিন
বেড়ায় মাঠে সোনার হরিণ;
দিন শুরু হয় আলোক লতার;
সময় আসে কিস্সা কথার।
অগ্রহায়ণ! অগ্রহায়ণ!
দেখছি অঢেল ধানের স্বপন,
তাল গাছটা মাঠের মিনার
যায় ছুঁয়ে ভাই আকাশ কিনার,
তাকিয়ে থাকে দিগন্ত দূর
একলা শোনে হৈমন্তি সুর।
অগ্রহায়ণ! অগ্রহায়ণ!
অচিন দেশে যায় ভেসে মন
দিন ফুরালে বকের পাখায়
মনটা ওড়ে হিম কুয়াশায়,
আবছা আঁধার রাতের ছায়ায়
অচিন দেশে ব্যঙ্গমা যায়।
আরও পড়ুন...