হাসির বাকসো নভেম্বর ২০২০
ট্রাফিক পুলিশ : এই এই যে ভাই থামেন! আপনি মাথায় হেলমেট পরেননি কেন? আপনি আইন ভঙ্গ করেছেন। চালক : এর আগের বার আইন ভঙ্গ করে লজ্জায় আমার মাথা কাটা গেছে। ট্রাফিক পুলিশ : তাও আপনি আইন ভঙ্গ করছেন? চালক : ধুর! কাটা মাথায় আবার হেলমেট পরা যায় নাকি? মারুফ হাসান রাতুল বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও এলাকার শিক্ষিত ছেলে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করিম চাচার সাথে দেখা। শিক্ষিত ছেলে : আসসালামু আলাইকুম চাচা, আমিতো এ বছর বিসিএস-এ সুপারিশ প্রাপ্ত হয়েছি। করিম চাচা : তোমাকে তো আগেই কইছি সুপারিশ ছাড়া চাকরি হইবো না। ফয়সাল মাসুদ, কবিরহাট, নোয়াখালী একদিন শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছেন : শিক্ষক : বলতো রফিক ই.ই.ঈ এর পূর্ণরূপ কী? ছাত্র : বাড়ির বাইরে চলো। শিক্ষক : বড় বেয়াদব ছেলে। ছাত্র : (চিৎকার করে) এটাও হয় স্যার। মীর আবু জাফর, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী মা : কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন? ছেলে: এখন থেকে এভাবেই খাব! মা : কেন? ছেলে: আর কত অপমান সহ্য করব? মা : কিসের অপমান? ছেলে : বাবা রোজই বলেন, ‘এত বড় ছেলে, এখনো বসে বসে খাস!’ সাদিক ফাইয়াদ অহি, বুড়িরচর, হাতিয়া, নোয়াখালী যৌতুকবিরোধী আন্দোলনে- শফিক সাহেব : আমি আগামী মাস থেকে যৌতুকবিরোধী আন্দোলনে নামব। কী বলেন? রফিক সাহেব : কেন, এ মাসে নামবেন না কেন? শফিক সাহেব : এ মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে মেয়ের বিয়ে তো, তাই! আবদুল্লাহ আল আদিব, ওছখালী, হাতিয়া, নোয়াখালী দুই বন্ধুর মধ্যে কথোপকথন- প্রথম বন্ধু : দোস্ত আমি না, ছোট বেলায় ৫ তলা বিল্ডিং থেকে পড়ে গিয়েছিলাম? দ্বিতীয় বন্ধু : তাহলে তুই কি মরে গিয়ে ছিলি? প্রথম বন্ধু : কে জানে? ছোটবেলার কথা মনে আছে নাকি? তামিম আকন, মোরেলগঞ্জ, বাগেরহাট ক্লাসে ওঞ স্যারের সাথে বল্টুর কথোপকথন- স্যার : কারোর ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে দ্রুত থানায় যাবে। বল্টু : কেন স্যার? স্যার : থানায় (এউ) করে আসবে। বল্টু : (এউ) কী স্যার? স্যার : (মাথা চুলকিয়ে...) এ তে জরুরি, উ তে দেখা করা। আরে হতচ্ছাড়া এউ মানে ‘জরুরি দেখা’ করা। বল্টু : ওহ তাই নাকি স্যার! তাহলে আমি ঞঔ স্যার? স্যার : ঞঔ মানে? বল্টু : ঞ তে তাড়াতাড়ি ঔ তে যাই। এর মানে ঞঔ অর্থ তাড়াতাড়ি যাই। জাকারিয়া আল হোসাইন চাপানীহাট, ডিমলা, নীলফামারী
আরও পড়ুন...