100 Sentences For Daily Use

100 Sentences For Daily Use

অনুশীলন নাইম হোসেন আগস্ট ২০২৩

আজকে আমরা শিখবো 100 Simple sentence for daily use. ইংরেজি বলতে গেলে এই বাক্যগুলো শিখতে হবে। কারণ এই বাক্যগুলো স্পোকেন ইংলিশে বারবার ব্যবহার হয়। এগুলো আপনাকে Fluently English বলতে সাহায্য করবে। এই বাক্যগুলো শিখে নিতে পারলে ইংরেজি আপনার কাছে অনেক সহজ মনে হবে। তাহলে চলুন শিখে নেওয়া যাক বাক্যগুলো-


এটা দামি। It is expensive.

দূরত্ব রাখ। Keep distance.

সে বোবা। She is dumb.

তার ঠান্ডা লেগেছে। He has a cold.

একদম ঠিক। Absolutely right.

তুমি অলস। You are lazy.

তোমার মনের কথা বলো। Speak you mind.

একা আসো। Come alone.

পরিষ্কার জামাকাপড় পরো। Wear clean clothes.

একদমই না। Not at all.

আমি অসুখী।  I am unhappy.

দূর হও। Get away.

এই জন্য। That’s why.

আমরা কি কথা বলতে পারি? Can we talk?

তোমার কী অবস্থা? How about you?

এটা অকেজো। It is useless.

স্পর্শ করবেন না। Don’t touch.

ইহা ঠিক। It is right.

নেমে যাও। Get off.

আমি বাইরে। I am outside.

আর না। Not anymore.

খাবারটি সুস্বাদু। The Food is tasty.

মনোযোগ সহকারে শোন। Listen carefully.

বাড়িতে থাকুন। Be at home.

সে দুর্বল। She is weak.

এটা যেতে দাও। Let it go.

বাইরে যাবেন না। Don’t go out.

অল্পে অল্পে। Bit by bit.

তুমিও। You too.

এটা তোমার ভুল। It’s your fault.

নিজেকে বাঁচান। Save youself.

এটা মিথ্যা। It is false.

আমাকে একা থাকতে দাও। 

Leave me alone.

দূরত্ব রাখ। Keep distance.

বারবার। Time and again.

সে একজন মিথ্যাবাদী। He is a lair.

দ্রুতহাঁটো। Walk fast.

তোমার কি কাশি আছে? Do you have a cough?

আমি নীরব। I am quiet.

এটা ছেড়ে দাও। leave it.

কাউকে স্পর্শ করবে না। Don’t touch anyone.

কতবার? How many times?

তোমাকে সেলাম। Hats off to you.

একা থেকো। Be alone.

এটা বজায় রাখ। Keep it up..

আমি ভেতরেই থাকব। I will stay inside.

তুমি সৎ।  You are honest.

এটা হতে দাও। Let it be.

এটা আকর্ষণীয়। It is interesting.

পরিষ্কার থেকো। Be clean.

এটা সস্তা। It is cheap.

লেখা বন্ধ করো। Stop writing.

সে অন্ধ। Stop writing.

অন্যদের রক্ষা করুন। Protect others.

আমাকে ক্ষমা করবেন। Please forgive me.

এগিয়ে যান। Go ahead.

সে স্বার্থপর। He is selfish.

স্বাস্থ্যবান হও। Be healthy.

তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। Get well soon.

প্রস্তুত হও। Be ready.

এটা কাজ করবে। It will do the work.

যত্ন নিও। Take care.

সে শক্তপোক্ত। He is stout.

দেরি করবে না। Don’t be late.

তিনি বধির। He is deaf.

এটা যেখানে আছে। That’s where it is.

এটা চমৎকার। It is nice.

প্রস্তুত হও। Get ready.

এটি হালকা। It is light.

অনেক দামি। Too expensive.

এটি খুবই ছোটো। It’s too small.

ধীরে স্বরে কথা বলুন। Speak softly.

বাইরে ঘোরাঘুরি করবে না। 

Don’t roam outside.

আমি কি খেতে পারি? Can I eat?

বেরিয়ে যাও। Get lost.

দূরে থাকো। Stay away.

তিনি দয়ালু। He is kind.

চলো এসো। Come on.

গার্গল করতে থাকে। Keep gargling.

মাঝে মাঝে। From time to time.

সে দুঃখিত। He is sad.

নতুন কী? What’s new?

এটা খুব বড়ো। It’s too big.

ভেতরে থাকুন। Stay inside.

আপনি সক্রিয়। You are active.

আস্তে হাঁটো। Walk slowly.

তোমার কি জ্বর আছে?  Do you have a fever?

কত? How much?

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ