অনুশীলন

অনুশীলন

অনুশীলন জানুয়ারি ২০২০

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ তোমাদেরই -পরিচালক ভাইয়া

নভেম্বর ২০১৯ মাসের ছড়া “শীতের পাখি শীতের পাখি কোথায় উড়ে যাও? অনেক দূরে বাংলাদেশে সবুজ শ্যামল গাঁও।” যেথায় আছে বন বনানী সেথায় আমি যাই, হাওর বাঁওড়, নদ-নদীতে শান্তি খুঁজে পাই। ধরার মাঝে কোথায় পাই এমন সুন্দর দেশ? তাইতো সেথায় প্রতি বছর ঘুরতে লাগে বেশ। - মুনতাসির আহমাদ শাহবাগ, ঢাকা জানুয়ারি, ২০২০ মাসের ছড়া “স্মরণ করি তাদের আজ রক্ত ভেজা মুখ এনে দিল লাল-সবুজের স্বাধীনতার সুখ।”

আরও যাদের লেখা ভালো হয়েছে- রেজাউল রেজা, ডিমলা, নীলফামারী; মাহীদ ইমরান, সরকারি বিএল কলেজ, দৌলতপুর, খুলনা; শাহাদাত হোসেন বাবু, মিরপুর, ঢাকা; তাওহীদুল ইসলাম, মোরেলগঞ্জ, বাগেরহাট; মানসুরা ইসলাম, মোরেলগঞ্জ, বাগেরহাট; মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর; লিজা আক্তার, মোরেলগঞ্জ, বাগেরহাট; তামিম আকন, মোরেলগঞ্জ, বাগেরহাট; মেহেদী হাসান (হৃদয়), মাইজদী, নোয়াখালী; ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী; সালমা বিনতে শামছ, ধামরাই, ঢাকা।

 
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ