আনন্দ এই জগৎজোড়া

আনন্দ এই জগৎজোড়া

ছড়া-কবিতা নাসিরুদ্দীন তুসী এপ্রিল ২০২৩

আনন্দ কি ভোরের বকুল

আনন্দ কি সন্ধ্যাতারা,

আনন্দ কি সাগর নদী

নীলপাহাড়ের ঝরনাধারা।

পরিযায়ী পাখির সাথে

দূরে আরো অনেক দূরে-

আনন্দ কি বেড়ায় উড়ে

অন্যকোথাও অচিনপুরে?


শিশিরভেজা ঘাসের সাথে

আনন্দ কি মিশে থাকে

সে কি ঝরে জোছনা হয়ে

সজনেগাছের পাতার ফাঁকে।

আনন্দ কি তারার মতো

ফুটে থাকে আকাশজুড়ে,

অচিনপুরে অনেক দূরে

আনন্দ কি বেড়ায় উড়ে?


আনন্দ কি বর্ষাদুপুর

পায়েনূপুর মেঘবালিকা,

আনন্দ কি মায়ের আশিস

জ্বালায় মনে স্বপ্নশিখা।

আনন্দ কি বীর বেদুঈন

মরুর বুকে ঘূর্ণি হাওয়া,

তুহিন মেরুর বরফ জলে

আনন্দকে যায় কি পাওয়া?


আনন্দ কি বাবার স্নেহ

মিষ্টি বুবুর আদরছোঁয়া,

আনন্দ কি কদম কেয়া

মেঘপরিদের অশ্রুধোয়া!

আনন্দ কি মুচকি হাসে

জোনাকজ্বলা কাশের বনে,

নদীর বাঁকে বকের ঝাঁকে

স্বপ্ন আঁকে আপনমনে?


আনন্দ কি প্রজাপতি,

নাটাই ঘুড়ি বেলুন যত...

খুঁজে ফিরি আনন্দকে

রাতে ও দিনে অবিরত।

পাই খুঁজে পাই আনন্দ তাই

যখন বুঝি এমন করে-

সে তো আছে সবার কাছে

অনুভবে এই অন্তরে!

সবাই যখন সুখী হবে

জীবন হবে স্বপ্নমোড়া,

আনন্দকে পাব খুঁজে

আনন্দ এই জগৎজোড়া!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ