আম কুড়াতে সুখ

আম কুড়াতে সুখ

ছড়া-কবিতা মুজাহিদুল ইসলাম জুলাই ২০২৩

আকাশবাবু রাগ করেছে 

ভীষণ কালো মুখ

কখন জানি দেয় কেঁদে সে 

যায় ফেটে তার বুক।


কৃষক বলে ধান কাটা হোক

আর ক’টা দিন থাম

আমরা বলি বৃষ্টিকে রোজ

নাম রে জোরে নাম।


কৃষক-হৃদয় ভয়ে ভয়ে 

করে যে ধুকপুক 

আমরা খুশি আম কুড়াব 

আম কুড়াতে সুখ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ