আমাদের কথা

আমাদের কথা

আমাদের কথা এপ্রিল ২০২০

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছ।

দেখতে দেখতে চলে গেল একটি বছর। বিদায় ১৪২৬! স্বাগত ১৪২৭!
বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। বৈশাখ থেকেই শুরু হয় বাংলা সনের গণনা। তোমাদের জন্য রইলো নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।
বৈশাখ এলেই প্রাণস্পন্দনে মুখর হয়ে ওঠে গোটা মফস্বল, গ্রাম-গঞ্জ, হাট-বাজার প্রভৃতি। চলে কত রকমের আয়োজন!
নতুন বছরে দোকানে দোকানে চলে হালখাতার পালা। চলে বৈশাখী মেলা, কত্ত রকমের খেলাধুলার পালা-পার্বণ! সেসব আয়োজন দেখে চোখ জুড়িয়ে যায়, ভরে যায় মন-প্রাণ। শহরে সে ধরনের আয়োজন বা আনন্দ লক্ষ করা যায় না। কেবল সীমাবদ্ধ থাকে বটতলায় বৈশাখীর মেলার মধ্যে!
এদিক দিয়ে গ্রামের মানুষ প্রকৃত অর্থেই আনন্দের প্রাচুর্যে ভরপুর।
আমরা চাই বৈশাখের প্রকৃত আনন্দ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহরে ও গোটা বাংলাদেশে। সেই সাথে চালু হোক সর্বস্তরে বাংলা সন ও তারিখের ব্যবহার। তাহলেই সার্থক হয়ে উঠবে বৈশাখ-কেন্দ্রিক আমাদের সকল আয়োজন ও আনন্দ।
ঋতু হিসাবে এটা গ্রীষ্মকাল। বছরের প্রথম ঋতু। বৈশাখ আসে উদ্দাম উল্লাসে। ঝড়ো হাওয়ার সাথে।
বৈশাখ তারুণ্যের প্রতীক।
যৌবনের প্রতীক।
তারুণ্যই একমাত্র পারে পুরাতনকে ভেঙে নতুন করে গড়তে। আমরা চাই সেই তারুণ্য, সেই যৌবনদীপ্ত প্রাণ। আমরা চাই বৈশাখের মত শত-সহস্র উচ্ছল প্রাণ। আমরা যেন আমাদের এই চির সবুজের দেশকে নতুন করে গড়ে তুলতে পারি।
আবারও জানাচ্ছি তোমাদের প্রতি বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
আজ এই পর্যন্তই! আল্লাহ হাফিজ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ