আমাদের কথা

আমাদের কথা

আমাদের কথা জানুয়ারি ২০২০

প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো! বিদায় নিলো আমাদের মাঝ থেকে ২০১৯। শুরু হলো নতুন বছর ২০২০। তোমাদের জন্য রইলো নতুন বছরের ঝলমলে আলোকিত ভোরের সুরভিত ফুলেল শুভেচ্ছা। একটি বছর আমরা দেখতে দেখতেই পেরিয়ে এলাম! একটি বছর মানে বারোটি মাস। আর যদি দিন হিসাব করো তাহলে ৩৬৫ দিন। এরপর যদি ঘণ্টা হিসাব করো তাহলে তার সংখ্যা কত দাঁড়াবে? এটা কম কথা নয়। অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করেছি গত একটি বছর। এখন নতুন বছরে এসে প্রথমেই একটু হিসাব মিলানো দরকার- গত বছর আমরা যে সকল পরিকল্পনা নিয়েছিলাম, যা যা করতে চেয়েছিলাম- তার কতটুকু করতে পেরেছি, আর কতটুকুই বা করতে পারিনি। যতটুকু করতে পেরেছি তার জন্য আল্লাহর শুকরিয়া। আর যেটুকু পারিনি- কেন পারিনি তার কারণ খুঁজে বের করা দরকার। সমস্যাগুলো চিহ্নিত করা দরকার। এবার নতুন বছর এলো। সুতরাং বছরের প্রথমেই আমরা আবারও একটি পরিকল্পনা সুন্দর করে সাজাবো গোটা বছরের জন্য। যে পরিকল্পনাটি হবে আমাদের শিক্ষা, মেধাবিকাশসহ নান্দনিক জীবন গঠনমূলক। আমরা যদি সেই পরিকল্পনার আলোকে আমাদের সময়গুলো কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহপাক আমাদের কাজে বরকত দেবেন এবং আমাদের সফলতা দান করবেন। আমরা তোমাদের সার্বিক সফলতা কামনা করি। সেই সাথে কামনা করি তোমাদের জীবন হয়ে উঠুক ফুলের মতো, শীতের ভোরের সূর্যের মতো কোমল, সুন্দর এবং চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন এবং সুন্দর ও সফল জীবন গঠনের সুযোগ দান করুন। আজ এ পর্যন্তই! আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ