আমাদের কথা

আমাদের কথা

আমাদের কথা অক্টোবর ২০১৭

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। চারদিক একটু তাকিয়ে দেখতো! আকাশের দিকে তাকাও। মাঠের দিকে তাকাও। প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করো। এখন কেমন লাগছে?
নিশ্চয় তোমরা বলবে, দারুণ ভালো লাগছে! চমৎকার! হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। কারণ প্রকৃতিতে এখন যে চলছে হেমন্তের হাওয়া! হেমন্তের ঝিরঝির ও হালকা শিরশির হাওয়া আমাদের সেটাই জানান দিয়ে যায়। দু’হাত বাড়িয়ে সে যেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। জানাচ্ছে তার সুন্দর উপস্থিতির আনন্দ বারতা।

হেমন্ত যে কত মজার, কত মধুর সে কথা কি বলে শেষ করা যায়? এ সময় নতুন ধান উঠবে।
কৃষকের মুখে ফুটবে ফসল তোলার হাসি। খুশির ঢেউ বয়ে যাবে গোটা গ্রাম-বাংলায়। ঘরে ঘরে চলবে নতুন চালের তৈরি পিঠা-পায়েসের ধুম।
আহ, সে কী মজা! সেটা মনে পড়তেই জিবে পানি এসে যায়! এমনিই কি কবি বলেছেন!-
“হেমন্তের হাওয়া-
সে যে আমার বোনের নোলক
নতুন চালের ভাতের বোলক
আপন করে পাওয়া!”

রোহিঙ্গা মুসলিমদের ওপর চলছে নির্মম নির্যাতন ও নিপীড়ন। ছোট্ট বন্ধুরাও সেখানে নিরাপদ নয়। এসো এই মুহূর্তে আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এটাই মানবতার দাবি।

অনেক কথা হলো বন্ধুরা! এবার বিদায়ের পালা।
সবাই ভালো থাকো। সুস্থ থাকো আর হেমন্তের মতো সুন্দর জীবন গড়ার দৃঢ় সিদ্ধান্ত নাও। আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ