আমাদের কবি

আমাদের কবি

ছড়া-কবিতা আবু তাহের বেলাল জুন ২০২৩

আমরা যখন বিপন্নতায় ভারি

সকাল দুপুর করছি আহাজারি,

ভাবছি অভাব সত্যপন্থী লোকের-

কার ছবিটা আঁকতে তখন পারি!


ডাগরটানা চোখ দুটো কার বলো

মোনাজাতে করতো ছলোছলো, 

কার পাঁজরেই দুঃখব্যথার নদী-

দু’কূল ভেঙে বইতো টলোমলো!


জনম জনম কার কবিতার বাণী

হেরার পথে নেয় আমাদের টানি,

দেয় চিনিয়ে ভালো এবং মন্দ-

চিন্তাধারায় কঠিন আঘাত হানি!


পাখির সাথে খুব ছিল যার সখ্য

ফুলেল জীবন গড়াও ছিল লক্ষ্য,

মন ছিল তার অথই সাগর যেমন-

আকাশ সমান উদার ছিল বক্ষ।


কবি ফররুখ নামতো সবার জানা

মনের ভুলেও ছিল না দল কানা,

সারাজীবন ছিল ন্যায়ের পক্ষে-

আরশপানে মেলে মনের ডানা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ