আল মুজাহিদীর তিনটি ছড়া

আল মুজাহিদীর তিনটি ছড়া

ছড়া-কবিতা আল মুজাহিদী এপ্রিল ২০২৩

চাঁদের কনে পারিশ

পারিশারে পারিশা

চাঁদের কনে তুই,

চাঁদের মুখে টি’ দ্যায় চাঁদ

চাঁদটি ঘরে থুই।

চাঁদের কনে চাঁদের কনে

চাঁদ লুকালো কই

হেথায় নেই হোথায় খুঁজি

আস্মানে হৈ চৈ।

এক ফালি চাঁদ

চাঁদ দেখা যায় এক ফালি

বুনো ফুলের ‘র‌্যাক্’ খালি


চাঁদটা কেমন চাক্ খালি

চাঁদের কণা চাখ্ খালি

চাঁদ দেখা যায় এক ফালি

আলোক লতার ঝোপ খালি


রাত ফুরোলে যায় কোথায়

লুকোয় হেথায় লুকোয় হোথায়।


চাঁদের মাঠ

চাঁদের মাঠে আলোর হাট

চাঁদমণিরা খোল কপাট।

আলোর ঝুড়ি ভাঙলো কে

খুকুর কপাল রাঙলো কে?

ওই ঝুড়িটা হারালে

চাঁদ যাবে যে আড়ালে,

লক্ষ টাকা ছাড়ালে

কিংবা হাত বাড়ালে

মিলবে না সেই ঝুড়ি

ছুটবে বাহাদুরি!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ