ইচ্ছে করে

ইচ্ছে করে

ছড়া-কবিতা রিতা ফারিয়া রিচি ডিসেম্বর ২০২৩

ইচ্ছে করে খুব
মনের মতো সাগর পেলে
দিতাম আমি ডুব।
অগণিত ঢেউয়ের তলে,
উঁচু-নিচু হতাম জলে,
অতল সাগর সাঁতরে যেতাম
পশ্চিমে আর পুব।

ইচ্ছে আমার করে
পাখির মতো ডানা মেলে 
উড়ি নদীর চরে।
উড়ে-উড়ে শাপলা তুলি,
ঝুমকো-জবা হাওয়ায় দুলি,
খুশির ভেলায় যাই হারিয়ে
স্বপ্ন জমা ঘরে। 

ইচ্ছে খুবই হয়
শক্ত বুকের পাটা নিয়ে
বিশ্ব করি জয়।
সৎ সাহসের সঙ্গে চলি,
অসৎ কথা আর না বলি,
জীবন যুদ্ধে যাই এগিয়ে
থাক পেছনে ভয়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ