ঈদ এলে

ঈদ এলে

কবিতা রেদওয়ানুল হক এপ্রিল ২০২৪

ঈদ এলে ছড়া হয়

বড়া হয়

কড়া হয় মিষ্টি,

ঈদ এলে চড়া হয়-

বাজারের লিস্টি।


ঈদ এলে হাসি হয়

খুশি হয়

জুসি হয় মনটা,

ঈদ এলে ঘরে ঘরে

বাড়ে আয়োজনটা।


ঈদ এলে খাওয়া হয়

দাওয়া হয়

পাওয়া হয় অর্থ,

ঈদ এলে মানা নেই

অতো বেশি শর্ত।


ঈদ এলে ঘোরাঘুরি

ওড়াউড়ি,

মোড়ামুড়ি হয় না!

ঈদ এলে খুকুমণি-

পরে নয়া গয়না। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ