ঈদের খুশি

ঈদের খুশি

ছড়া-কবিতা হেলাল আনওয়ার এপ্রিল ২০২৩

ঘরে ঘরে খুশির জোয়ার

ঈদ এলোরে ভাই

সেমাই পায়েস মিষ্টি কতো

ধুম পড়েছে তাই।

নতুন জামা নতুন জুতা

নতুন পোশাক পরে

ঈদের দিনে সবাই মিলে

বেড়ায় ঘুরে ঘুরে।

বন্ধুরা আজ স্বাধীন মনে

কাঁধে কাঁধে মিলে

মন ময়ূরের ডানায় ভেসে

উড়ছে আকাশ নীলে।

নয়ন খুলে তাকিয়ে দেখি

কে হাসে না আজ

কে পারেনি করতে ঈদে

নতুন কোনো সাজ।

ঈদের দিনে যার জোটেনি

একটু সুখের হাসি

সবাই মিলে এসো তবে

তাকেই ভালোবাসি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ