ঈদের দিন পাপকে নেকির দ্বারা পরিবর্তনের দিন

ঈদের দিন পাপকে নেকির দ্বারা পরিবর্তনের দিন

হাদীসের আলো সেপ্টেম্বর ২০০৯

হজরত আনাস (রা) বর্ণনা করেন, রাসূল (সা) এরশাদ করেছেন- যখন তাদের ঈদের দিন হয় অর্থাৎ ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহতায়ালা রোজাদার বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের সাথে গর্ব করে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতাগণ! বল দেখি, আমার কর্তব্যপরায়ণ প্রেমিক বান্দার বিনিময় কী হবে। ফেরেশতাগণ বলেন, হে প্রভু! পূর্ণরূপে তাদের পারিশ্রমিক দান করাই তো তার প্রতিদান। আল্লাহ বলেন, আমার বান্দাহ-বান্দিরা তাদের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করেছে। অতঃপর আমার কাছে দোয়া করতে করতে ঘর থেকে বের হয়ে ঈদগাহে গমন করেছে। আমার সম্মান, মর্যাদা, দয়া, বড়ত্ব ও মহানত্বের কসম, জেনে রাখ- আমি তাদের দোয়া কবুল করব। অতঃপর বলেন, হে আমার বান্দাগণ! তোমরা এখন যেতে পার, আমি তোমাদের পাপসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করলাম। নবী করীম (সা) বলেন : অতঃপর তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বাড়ি ফিরে আসে। (বায়হাকি)

প্রিয় বন্ধুরা, রোজা এমন একটি ইবাদত যা শুধুমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহতায়ালা নিজ হাতে এর প্রতিদান দেবেন। এ ব্যাপারে হাদিসে কুদসিতে বলা হয়েছে, “রোজা আমারই জন্য এবং এর প্রতিদান আমিই দেবো।” রোজার পুরস্কার হলো ঈদ। এই ঈদের দিনে যারা নিছক আল্লাহপাকের সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদগাহে যাবে এবং ঈদের নামাজ যথাযথভাবে আদায় করবে আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং তাদের জীবনের সকল গুণাহ ক্ষমা করে দেবেন। সুতরাং আমাদের জীবনের সকল গুনাহ মাফ করিয়ে নেয়ার জন্য ঈদুল ফিতরের দিনটিকে সঠিকভাবে কাজে লাগানো দরকার।

গ্রন্থনায়: আবদুল কুদ্দুস মাখন

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ