ঈদের বাঁকা চাঁদ

ঈদের বাঁকা চাঁদ

ছড়া-কবিতা শরীফ আবদুল গোফরান এপ্রিল ২০২৩

আমার গাঁয়ে ঈদের দিনের ছবি

পাখনা মেলে সাঁতার কাটে পাখি

নীলাকাশে ওঠে বাঁকা চাঁদ

বাঁশ বাগানে মেলে দীঘল আঁখি।


মায়ের হাতে তৈরি পুলি ঘ্রাণে

খোকা খুকুর যখন খুশির ধুম

চাঁদনী রাতে চুপি চুপি হানে

চোখের পাতায় শীতল পরশ চুম।


আমার গাঁয়ে বাগান ভরা ফুল

প্রতি ঈদে ফোটে আবার ঝরে

মিষ্টি ঘ্রাণের নেই যে কোনো তুল

দেয় ছড়িয়ে সুবাস সবার তরে।


আমার গাঁয়ে কৃষক নায়ের মাঝি

ওরাও তো খুশির বাইরে নয়

আমার গাঁয়ে সবার ঘরে ঘরে

সকল ঈদে খুশির জোয়ার বয়।


গাঁয়ের মানুষ আছে যারা জড়িয়ে সুখের চাদর

অন্নহারা মানুষদেরকে, দেয় যে কতো আদর।


ওদের জন্য সবাই একটু কাঁদো

ঈদের দিনে স্নেহের ডোরে বাঁধো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ