ঈদের ভিন্নতা

ঈদের ভিন্নতা

কবিতা রাজীব হাসান এপ্রিল ২০২৪

এই সমাজে ধনীর ছেলের

ঈদটা ভীষণ সুখের

দিনমজুরের আঁধার ঘরে

রেশটা থাকে দুখের।


ধনীর ছেলে কোরমা খেয়ে

ঢেকুর তোলে তৃপ্তির

ক্ষুধার জ্বালায় পেট পুড়ে যায়

চাষার মেয়ে দীপ্তির।


ধনীর ছেলের ঈদ সালামি

হাজার বিশেক টাকা

চাষার ছেলের দায় হয়ে যায়

গায়ের চামড়া ঢাকা।


হাজার টাকায় ধনীর ছেলে

পাঞ্জাবি দেয় গায়ে

চাষার ছেলের নতুন জুতা

হয় না দেওয়া পায়ে।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ