ঋতুর ছড়া নজমুল হক চৌধুরী

ঋতুর ছড়া নজমুল হক চৌধুরী

কবিতা সেপ্টেম্বর ২০২০

প্রকৃতিটা কত রূপে কত রঙে সাজে
রকমারি রূপ আসে আমাদের মাঝে
ষড়ঋতুর এই দেশে এই মা ও মাটি
প্রকৃতিটা সাজিয়েছে কত পরিপাটি।

বৈশাখ মাস আনে গ্রীষ্মকে ডেকে
আম, জাম যায় পেকে তীব্রতা থেকে
জ্যৈষ্ঠ মাসে তার বিদায়ের পালা
কালো ঝড় এসে তাই করে ঝালাপালা।

আষাঢ়-শ্রাবণ আসে বর্ষাকে নিয়ে
শুষ্কতা মুছে যায় বৃষ্টিতে গিয়ে
খাল-বিল, মাঠে থাকে পানি আর পানি
তরী দিয়ে তাই করে সব জানাজানি।

ভাদ্র ও আশ্বিনে শরতের ফুলে
কাশবন ছেয়ে যায় যেন তুলতুলে
মাঠে মাঠে ধান চাষ করে যায় চাষি
হেমন্ত এলে তাই মুখে ফুটে হাসি।

কার্তিক মাসে গাঁয়ে কৃষকের ঘরে
স্বর্ণালি ধানে তার ঘর যায় ভরে
অঘ্রাণে এলে ভাই কৃষকের দলে
‘নবান্ন উৎসবে’ তারা যায় চলে।

পৌষ ও মাঘে আসে অতিথি এ পাখি
শীতকালে এসে তারা করে ডাকাডাকি
সরিষার ক্ষেতে যতো ফুলগুলো ফুটে
বারবার মন যায় সেইখানে ছুটে।

ফাল্গুন- চৈতিরা মিলে দুই মাসে
ঋতুরাজ বসন্ত বাংলায় আসে
শিমুলের ফুল ফুটে হাসে গাছে গাছে
এইভাবে আসে ঋতু আমাদের কাছে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ