এই অপরূপ প্রকৃতি

এই অপরূপ প্রকৃতি

ছড়া-কবিতা নোমান মুশাররফ অক্টোবর ২০২৩

কি অপরূপ শোভা আমার

সবুজ বাংলাদেশ

সারা গায়ে গয়না পরা

রূপের নেই শেষ।


সকাল হলে সূর্য ওঠে 

রঙিন আলো ফোটে

কৃষক শ্রমিক নতুন আশায়

কাজের দিকে ছোটে।


পাখপাখালি জেগে ওঠে 

সূর্য ওঠার আগে

কি সুমধুর গান যে ধরে 

মনের অনুরাগে।


কোথাও কৃষক লাঙল বহে

দুইটা গরু দিয়ে

ছেলে আসে দুপুর বেলা

খাবার মাথায় নিয়ে।


কোথাও জেলে মাছ ধরিছে 

ফেলে ছোট্ট জাল,

নিকট দিয়ে যাচ্ছে তরি

তুলে দিয়ে পাল।


কোথাও গরু চরছে মাঠে 

রাখাল বাজায় বাঁশি,

চাষের লাঙল গরু নিয়ে

ফিরছে বাড়ি চাষি।


কোথাও কাঁখে কলসি নিয়ে

গাঁয়ের বধূ হাঁটে

আজান শুনে কিষাণরা সব 

নামাজ পড়ে মাঠে।


গাঁয়ের মেঠো পথটা ধরে

চলছে গরুর গাড়ি

নাইওর থেকে ফিরছে বধূ

যাচ্ছে শ্বশুরবাড়ি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ