এইতো শরৎ

এইতো শরৎ

ছড়া-কবিতা শাহরিয়ার শাহাদাত আগস্ট ২০২৩

চাঁদের আলো রাতের কালো ঘুম ভেজানো তারা 

রুপোর সিকি সোনার ঝিলিক হলাম উদাসপারা

আকাশ তখন ডাকলো আমায়- আসবি? ওরে আয়

উজাড় করে আলো দেবো চাঁদমাখা জোসনায়। 


ডাকছে আমায় শারদ আকাশ জোছনাধোয়া দোর

শরৎ পাখি রাত বেয়ে যায় আনবে নতুন ভোর।

রোদমাখা ভোর আদর বুলায় হলদেঝুঁটির শাঁখে

এইতো শরৎ শিউলি তলায় শিশির গায়ে মাখে ! 


কোমল রোদে আলোর নাচন শিশির কণায় ছুঁয়ে 

কলাপাতায় রোদ মুড়িয়ে শরৎ থাকে নুয়ে 

দিনের আকাশ নীল নীলিমায় শুভ্র মেঘের পালে

কৌতূহলী আকাশ হবো এমন শরৎকালে! 


দলছুটে যাই হাওয়ার হাটে মিহিন ঝিঁঝির গানে

কাশফুলে পাই হাওয়ার বাজনা নদীর কলতানে

ধানের ছায়ায় সবুজ পালক প্রাণের ছড়াছড়ি 

এইতো শরৎ জলজ ফুলে রূপসী রূপের পরী। 


মিষ্টি হাওয়ায় শীতল কাঁপন উথলে উঠে মন

শঙ্খচিলের ডানায় দুপুর জানায় নিমন্ত্রণ 

বকুল ছায়ায় থমকে শরৎ সুবাস নিলো মেখে

সোনালি রোদ রঙ তুলিতে নিলাম তাকে এঁকে। 


গোলাপরঙা বিকেল যখন সূর্য ডোবার আগে

মেঘের সাবান মাখবো গায়ে ভীষণ ইচ্ছে জাগে

ধানকুড়ানি গাঁয়ের ছেলে বিভোর স্বপ্নে নামে

স্নিগ্ধ শরৎ পাঠায় চিঠি হিমঝুরিদের খামে। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ