একুশ আমার

একুশ আমার

ছড়া-কবিতা ইসলাম তরিক ফেব্রুয়ারি ২০২৪

একুশ আমার ভাষার ভেলা

মনের মাঝে করছে খেলা।

সকাল দুপুর

বাজায় নূপুর

একুশ নিয়ে কাটাই বেলা ॥


একুশ আমার মিষ্টি হাসি

প্রাণ গহিনে বাজায় বাঁশি।

জীবন গানে

প্রাণের টানে

অমর একুশ ভালোবাসি ॥


একুশ আমার প্রাণে দোলে

শেখায় ভাষা মায়ের কোলে।

সুরে সুরে

হৃদয়জুড়ে

একুশ প্রাণে ছন্দ তোলে ॥


একুশ আমার স্বপ্ন আশা

রক্তে কেনা সেরা ভাষা।

আমার প্রাণে

মিষ্টি ঘ্রাণে

একুশ ছড়ায় ভালোবাসা ॥

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ