এপ্রিল ২০২০ সংখ্যার সমাধান

এপ্রিল ২০২০ সংখ্যার সমাধান

প্রচ্ছদ রচনা জুলাই ২০২০

১. আফ্রিকার জোহানেসবার্গে ২. সূরা নাবা : ৯-১০ ৩. প্রায় ৩০ বছর ৪. নেইত্রন হ্রদে ৫. সিলেট শহরের পাশে তাজপুরে ৬. সিঙ্গাপুর সিটি ও ১৯৬৫ সালে ৭. ৩০৯ বছর ৮. হাজী শরীয়তুল্লাহর ৯. এপিজে আবদুল কালাম ১০. রয়্যাল গার্ডেনের ডিরেক্টর ঝরৎ ঔড়ংযবঢ় ইধহশং, ১৭৭৩ সালে।

জুলাই ২০২০ সংখ্যার প্রশ্ন

১. পাখির বাসা কোন কবির রচনা?
২. বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে দেশের মোট ফল উৎপাদনের শতকরা কত ভাগ উৎপাদিত ও বাজারজাত করা হয়?
৩. ‘রান আউট না হলে অস্ট্রেলিয়ানরা লারাকে আউট করতে পারত না।’ কোন ক্রিকেটার বলেছিলেন?
৪. ‘আদম-সন্তান আমাকে কষ্ট দেয়। সে সময়কে গালি-গালাজ করে। অথচ আমি-ই সময়। রাত ও দিন আমিই পরিবর্তন করি।’ কোন গ্রন্থের হাদিস?
৫. ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ’ কোথায় বেশি দেখা যায়?
৬. কাকে ‘গণমানুষের কবি’ বলা হয়?
৭. জিম্বাবুয়ের রাজধানীর নাম ও সবচেয়ে জনপ্রিয় খেলার নাম কী?
৮. মৌলভীবাজারের শ্রীমঙ্গল কিসের জন্য বিখ্যাত?
৯. জুমার দিন প্রথম দিকে মসজিদে গেলে, কিসের সওয়াব পাওয়া যায়?
১০. পৃথিবীর প্রাকৃতিক ফ্রিজার বলা হয় কাকে?

(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ মে ২০২০ সংখ্যায়। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আমাদের পত্রিকা ছাপা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। সে ক্ষেত্রে আমাদের ইমেইলে স্ক্যান করেও উত্তর পাঠানো যাবে।)
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ