কবি ফররুখ আহমদ

কবি ফররুখ আহমদ

ছড়া-কবিতা হারুন আল রাশিদ জুন ২০২৩

একটা নদীর পাড়ে আমি সুযোগ পেলেই যাই

অথৈ জলের সেই নদীটির কূলকিনারা নাই,

গভীরতার হিসেব কষে সাধ্য আছে কার?

পরিমাপের ফ্যাদোমিটার হয়নি আবিষ্কার।


শেষ বিকেলে অসীম আকাশ বুকের কাছে এসে

হৃদয় খুলে বলছে কথা অনেক ভালোবেসে,

জোনাক রাতে সঙ্গী হয়ে শুভ্র কাশের ফুল

গল্প-গাথায় সারাটা রাত হয় যেন মশগুল।


যে কেউ আসুক নদীর কাছে বন্ধু হয়ে যায়

তুলনাহীন উজাড় মনের ভালোবাসা পায়,

নদী শুধু দিতেই জানে- দেয়ায় খোঁজে সুখ

সবার জন্য ইচ্ছে পাখি তাই করে উৎসুক


অল্প দিনে করলো নদী ভূগোলটাকে জয়

নাম কি জানো এই নদীটির? কিংবা পরিচয়?

অচেতনে হয় সচেতন যেই মানবের ডাকে 

বাংলা ভাষার বিশাল কবি-সবাই চেনে তাকে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ