কৌতুক

কৌতুক

হাসির বাকসো এপ্রিল ২০১২

শিপুল : ডাক্তার সাহেব, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। একটা চশমা দিন।
ডাক্তার : জানালা দিয়ে বাইরে ওপরে আকাশের দিকে তাকাও। কী দেখা যায় বল?
শিপুল : রাতে তো চাঁদ আর তারা।
ডাক্তার : বাছা, আর কত দূর দেখতে চাও?
সংগ্রহে : রফিকুল ইসলাম
রূপদিয়া, যশোর

প্রাইভেট শিক্ষক তার তৃতীয় শ্রেণী পড়–য়া ছাত্রের বিজ্ঞান বইটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করলেন, স্কুলে কোথায় পড়াচ্ছে?
ছাত্র : কেন স্যার স্কুলের ঘরের মাঝখানে!
সংগ্রহে : শিউলী আক্তার
সপুরা, রাজশাহী

ফাইজুল : কাল আমারে দশজনে মিলে অনেক মেরেছে।
তালেব : তা তুই কী করলি?
ফাইজুল : আমি রেগে গিয়ে বললাম, পারলে একজন একজন করে আয়।
তালেব : তারপর?
ফাইজুল : তারপর আর কী, ওরা একজন একজন করে এসে আবার আমাকে মারল।
সংগ্রহে : আবু সাঈদ
পাকেরহাট, খানসামা, দিনাজপুর

আশিক : দাদা এটা কী?
দাদা : ভাজা লবণ। তোর দাদী ভেজে দিয়েছে।
আশিক : দাদা কেন?
দাদা : ডাক্তার ভাতের সাথে কাঁচা লবণ খেতে নিষেধ করেছে তো তাই।
সংগ্রহে : আতাহার আলী
গফরগাঁও, ময়মনসিংহ

আতাহার : জিহাদ, বলতো সূর্য প্রতিদিন কোন্ দিক দিয়ে ওঠে?
জিহাদ : কেন তুই জানিস না? সূর্য তো প্রতিদিন মন্নার বাড়ির উপর দিয়ে ওঠে।
সংগ্রহে : মো: রানা
গফরগাঁও, ময়মনসিংহ

এক ছোট ছেলে জীবনে প্রথমবার সাপ দেখে ওর মাকে ডাকছেÑ মা, মা দেখ, এখানে একটা লেজ নড়াচড়া করছে। কিন্তু কুকুরটা নেই।
সংগ্রহে : মাহিদুল ইসলাম মন
সদর, রংপুর

ডাক্তার : মনে হয় ঔষধটায় কাজ হয়েছে। আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠেকছে।
রোগী : ভালো তো ঠেকবেই। কাল সারা রাত জেগে কাশিটা প্র্যাকটিস করেছি যে!
সংগ্রহে : নিজিবা মুসহিবা অহনা
ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা

তিন বন্ধু গল্প করছেÑ
প্রথম বন্ধু : জানিস, আমার বাবা মারা যাওয়ার সময় আমার জন্য পাঁচ লক্ষ টাকা রেখে গেছেন।
অপর বন্ধুদ্বয় : ক্যাশ না চেক?
প্রথম বন্ধু : ক্যাশ!
দ্বিতীয় বন্ধু : জানিস আমার বাবা মারা যাওয়ার সময় আমার জন্য ১০ লক্ষ টাকা রেখে গেছেন।
অপর বন্ধুদ্বয় : ক্যাশ না চেক?
দ্বিতীয় বন্ধু : চেক।
তৃতীয় বন্ধু : জানিস, আমার বাবা মারা যাওয়ার সময় আমার জন্য ১৫ লক্ষ টাকা রেখে গেছেন।
অপর বন্ধুদ্বয় : ক্যাশ না চেক?
তৃতীয় বন্ধু : ক্যাশও না চেক ও না।
অপর বন্ধুদ্বয় : (অবাক হয়ে) তাহলে!
তৃতীয় বন্ধু : তোদের বাবার কাছে পাওনা।
সংগ্রহে : মু. সোহেল রানা
শ্রীরামপুর, ঝিকরগাছা, যশোর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ