খুকি নাহিদ নজরুল

খুকি নাহিদ নজরুল

কবিতা অক্টোবর ২০২০

খুকি;
ভোর হলে
দোর খোলে মারে উঁকিঝুঁকি।

মায়;
ডেকে বলে
ঘুম ছেড়ে বের হয়ে আয়।

সে যে;
ছুটে যায়
ফুলবাগে কোনমতে সেজে।

প্রাণে;
মুগ্ধতা
বেড়ে যায় শিউলির ঘ্রাণে।

পাখি;
ডালে বসে
লেজ নেড়ে করে ডাকাডাকি।

দেখে;
দাঁড়ালো সে
গাছতলে বাড়িপথ থেকে।

সে তো;
পাখিরা না-
ডাকলেই বাড়ি চলে যেতো।

শেষে;
খুকিকে মা
ধমকিয়ে নিয়ে যায় এসে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ