খুশির ঈদ -শঙ্খশুভ্র পাত্র

খুশির ঈদ -শঙ্খশুভ্র পাত্র

ছড়া-কবিতা মে ২০২০

আকাশ জুড়ে চাঁদের হাসি
আজকে খুশির ঈদে,
দল বেঁধে সব করছি মজা
ভুলেই গেছি খিদে?

আব্বা আছেন ফুল্ল মনে,
আম্মু যে সাবধানী!
রান্নাঘরে ব্যস্ত, যেন
দুরন্ত রাজধানী?

আপা বলেন, “ঈদের জাদু
রঙিন আলোমালা,
কী মজা হয়, যখন ঘরে
আসেন ফুপু, খালা।”

চাচা হাসেন আমার কথায়
কেউ হবে না নাচার,
ঈদ এলে যে এমন করেই
ভিত গড়ে দেয় বাঁচার।

দাদা-দাদি খোশ মেজাজে
বলেন খোলাখুলি,
তুই না হলে, ঈদে কেমন
জমবে কোলাকুলি?
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ