খো লা  ডা ক

খো লা ডা ক

খোলা ডাক কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৩

জাগরণী সাহিত্য 

কিশোরকণ্ঠ এক জাগরণী সাহিত্য। সংক্ষেপে ডাকি কিক। সেই ২০১৮ এর নভেম্বর সংখ্যা হতে ভালোবাসি কিককে। আমার জীবনের নতুন দ্বার উন্মোচন করেছে কিক। সংক্ষিপ্ত কিশোর উপন্যাসটিতে এত তথ্যবহুল তথ্য আছে যা বলার বাইরে। এতে জানছি টেকনাফ থেকে তেঁতুলিয়ার তথ্য। কিকের মাধ্যমে করছি সাহিত্য সাধনা। এক কথায় কিক আমার জীবনকে করেছে আলোকিত, করেছে আনন্দিত, শিখিয়েছে জীবনের গতিধারা, শিখিয়েছে দেশপ্রেমিক নাগরিক হতে। তাই প্রিয় কিক, পাঠক ফোরাম, পরিচালনা পর্ষদকে জানাই আন্তরিক অভিনন্দন।

তানজির হোসেন 

নোয়াখালী পৌরসভা, নোয়াখালী



পরিতৃপ্তি

সালটা ২০১৪ যখন প্রথম কিশোরকণ্ঠ হাতে পেয়েছিলাম। সেই থেকে ভালোবাসার শুরু, কিছু কারণে ২০১৮-১৯ সালের পরে আর পড়া হয়ে ওঠেনি প্রিয় এই কিশোরকণ্ঠ। ইচ্ছা থাকলেও কিনতে পারিনি, এবার বেশ কিছুদিন পরে একজনের কাছে এই পত্রিকাটি দেখতে পাই। প্রথমে বিশ্বাস হচ্ছিল না পরে হাতে নিয়ে দেখি এইটা সেই-ই কিশোরকণ্ঠ যার প্রতি এক অজানা আকর্ষণ কাজ করে প্রতিনিয়ত। সব কিছুই যেন আরো একধাপ এগিয়ে গেছে, অনেক কিছু নতুন এসেছে যা আমাকে বেশ আকর্ষিত করেছে। এক সাথে গত বছরের দুটি মাসের সংখ্যা হাতে পেয়েছি। পেয়েই যেন একটা পরিতৃপ্তি কাজ করছে। আবারো অপেক্ষা করছি নতুন সংখ্যার। তাই তো এইবার আবার একজন নতুন সদস্য হিসেবে কিশোরকণ্ঠ পরিবারে নাম লিখিয়েছি। আশা করছি নিয়মিত হাতে পাবো প্রিয় কিশোরকণ্ঠকে। আমিও কিছু লেখা পাঠানোর চেষ্টা করব, যাতে আমিও গর্বিত হতে পারি- কিশোরকণ্ঠের সাথে।

মোহাম্মদ ইব্রাহীম সিদ্দীক

দুর্গাদহ বাজার, জয়পুরহাট

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ