খোলা-ডাক

খোলা-ডাক

খোলা ডাক অক্টোবর ২০১৩

প্রতিভার বিকাশ প্রতিটি মানুষের মাঝেই সুপ্ত প্রতিভা থাকে। সেই প্রতিভার বিকাশ ঘটাতে কিশোরকণ্ঠের রয়েছে অনবদ্য অবদান। পাঠ্যসূচির বাইরে এ পত্রিকাটি তার সকল বিভাগ থেকে কিশোরদের দেয় তাদের মনকাড়া বিভিন্ন রকমের জ্ঞান। আশা করি এভাবেই কিশোরকণ্ঠ জ্ঞানের আলো বিস্তার করবে। তাহেরা জান্নাত, ভেড়ামারা, কুষ্টিয়া শ্রেষ্ঠ উপহার অপেক্ষার অবসান হলো যখন হাতে পেলাম আমার প্রিয় পত্রিকা কিশোরকণ্ঠ। সংখ্যাটি ছিল প্রাণের স্পন্দন। হাতে নিয়ে দেখি এতে রয়েছে রকমারি আয়োজন। আনন্দে মন ভরে গেল। বরাবরের মতো এবারও অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে এ পত্রিকাটি। অনেক জানা-অজানা যেমন গুগল গাড়ি, ইউটিউব, পানিবাহিত রোগ ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পেরেছি এই পত্রিকা থেকে, যা আমার জ্ঞানের পরিধিকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তাইতো বর্ষাকালে শ্রেষ্ঠ উপহার হিসেবে বেছে নিয়েছি এই পত্রিকাকে। আমি আশা করি কিশোরকণ্ঠ এভাবেই জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করার জন্য দায়িত্ব পালন করে যাবে। মো: রিদওয়ান রিফাত আন্দরকিল্লা, চট্টগ্রাম খুবই আনন্দিত তখন আমি কেবল বুঝতে শিখেছি, বাড়িতে হরেক পত্রিকার সম্ভার। তখন থেকেই আমার প্রিয় এই কিশোর পত্রিকা কিশোরকণ্ঠের সাথে পরিচয়। অসাধারণভাবে উপভোগ করতাম ছোট গল্প, কবিতা, হাসির বাক্স, কার্টুন এমনকি রঙবেরঙের ছবিও। এই পত্রিকাটি অনেক খ্যাতি অর্জন করেছে। মন জয় করেছে। আমি সত্যিই খুবই আনন্দিত। সুমাইয়া নাজনীন মনিরামপুর, যশোর হৃদয়ের পত্রিকা কিশোরকণ্ঠ আমার হৃদয়ের গভীরে একটি সাড়া জাগানো স্পন্দন। আমি প্রতিনিয়ত অনুভব করি যে কিশোরকণ্ঠ আমার হৃদয়ে সুপ্ত পরিবর্তনের ঢেউ তুলেছে। আর তাই প্রতি মাসে আমার সাড়া জাগানো নতুন কিশোরকণ্ঠের পথ চেয়ে থাকি। কখন আমার হৃদয়ের দ্বারে কড়া নাড়বে আমার হৃদয়ের পত্রিকা নতুন কিশোরকণ্ঠ। মুহাম্মদ মুসা রায়হান মুহাম্মদপুর, ঢাকা আমার প্রিয় বন্ধু বিচিত্র এই পৃথিবীতে হরেক মনের বসবাস। এই বসবাস ক্ষণিকের জন্য। সীমাবদ্ধ জীবনে চলার পথে ক্ষণিকের পরিচয়ে অনেকের সাথে গড়ে ওঠে মনের সম্পর্ক। আর এই সম্পর্ক হয় মানুষের পবিত্র মনের কারণে। কিন্তু এই পবিত্র মনের অন্তরালে লুকিয়ে থাকে একটি স্বার্থানেষী সুযোগসন্ধানী মন। আর সেই মনে বিন্দুমাত্র টোকা লাগলে ভেঙে টুকরো টুকরো হয়ে বিষাদ সিন্ধুর জলে তলিয়ে যায় দীর্ঘদিনের বন্ধুত্ব। তখন হতাশা আর দুঃখের হাতছানিতে জ্বলে পুড়ের ছারখার হয়ে যায় সেই স্বার্থান্বেষীর কালো মন। কিন্তু কেউ যদি বহু যুগের বিবর্তনে গড়ে ওঠা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বইকে বন্ধু কিংবা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করে তবে নিশ্চিত বই হবে তার প্রিয় বন্ধু, অমর সঙ্গী। আর সে যদি হয় কিশোরকণ্ঠ তবে তো কোনো কথাই নেই! মো: আনোয়ার হোসেন ফুলতলা, কুষ্টিয়া চরিত্র গঠনসহায়ক আমরা তরুণ, আমাদের আশা আমাদেরকে নিয়ে দেশ ও জাতির প্রত্যাশা অনেক। কিন্তু বর্তমান সময়ের তরুণরা খারাপ দিকে ধাবিত হচ্ছে। আর সর্বনাশা খারাপের হাত থেকে সৎ চরিত্রের দিকে ফেরানোর জন্য নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে কিশোরকণ্ঠ। আমি মনে করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কিশোরকণ্ঠের ভূমিকা অপরিসীম। কিশোরকণ্ঠের প্রত্যেকটি বিভাগ উত্তম চরিত্রের কথা বলছে এবং উত্তম চরিত্রের তরুণই দেশ ও জাতির কল্যাণ সাধন করে জালিমের জুলুম থেকে দেশ রক্ষা করতে পারবে ইনশাভুল্লাহ। মো: সাইফুল ইসলাম ভাঙ্গা, ফরিদপুর চলার পথে মানুষের জীবনে চলার পথে অনেক বন্ধু আসে। কেউ ক্ষণিকের হয়, কেউ স্বার্থের জন্য, কেউবা ক্ষতি করার জন্য। আমি এমন একজনকে খুঁজে নিয়েছি যে আমার সমগ্র জীবনের চিরস্থায়ী বন্ধু হিসেবে থাকবে। যে আমার হাসি-কান্না, সুখ-দুঃখে প্রতিটি মুহূর্তে চলার সাথী হবে। সে হলো আমার প্রিয় বন্ধু নতুন কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠ তুমি বন্ধু হয়ে থাকো বাংলাদেশের হাজারো কিশোরের অন্তরে। মো: ইসমাইল হোসেন আদর, সেনবাগ, নোয়াখালী আলোর প্রতীক প্রথমেই আল্লাহর প্রতি শুকরিয়া জানাই যে আল্লাহ তায়ালা কিশোরকণ্ঠ নামক একটি আলোর প্রতীক আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। এই কিশোরকণ্ঠ পাঠ করে একটি সুন্দর চরিত্র গঠন করা যায়। আমার জীবনে নিয়মিত কোনো পত্রিকা পড়িনি। এই প্রথম কিশোরকণ্ঠ পড়তে শুরু করেছি। প্রথমত পড়েই আমি বুঝতে পেরেছি যে, কিশোরকণ্ঠ নামক পত্রিকাটি মানুষের মানুষ্যত্ব ও সুন্দর জীবন গঠনের জন্য এবং অন্ধকার থেকে বেরিয়ে আসার একটি আলোর প্রতীক। মো: মাসাদ মাহমুদ বড়গাছি হাট, চাঁপাইনবাবগঞ্জ জীবনের জানালা জানালা এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে ঘরে সূর্যের আলো প্রবেশ করে। তেমনি কিশোরকণ্ঠ তরুণদের নিকট পৌঁছে দেয় জীবনচলার পবিত্র আলো, দেখায় সত্য ও সুন্দরের পথ। এভাবেই কিশোরকণ্ঠ হয়ে উঠেছে লাখো তরুণের প্রাণের ভাষা। জয় করেছে তরুণদের মন। আব্দুল্লাহ মুসতাইন নড়িয়া, শরীয়তপুর পরিবর্তনের ছোঁয়া ২০০৭ সাল থেকে কিশোরকণ্ঠ পড়া শুরু করেছি। সেই থেকেই আমার সর্বক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। কিশোরকণ্ঠ আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে। এর জন্য আমি কিশোরকণ্ঠের কাছে চিরকৃতজ্ঞ। সত্যিই কিশোরকণ্ঠ বাংলাদেশের শ্র্রেষ্ঠ কিশোর পত্রিকা। কিশোরকণ্ঠের তুলনা শুধু কিশোরকণ্ঠই। মুহিত আহমেদ পশ্চিম ঝাপা মোগলা বাজার, সিলেট
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ