ঘড়িটা

ঘড়িটা

কবিতা কামাল হোসাইন এপ্রিল ২০২৪

ঘড়িটা সময় ধরে চলে

সে ঘড়ি কত কথাই বলে।

ঘড়িটার পেটের মধ্যে কাঁটা

সময়ে দিচ্ছে তো সেই হাঁটা।


ঘড়িরও দম লাগে ভাই জানি

এটা তার আহার জল ও পানি।

ঘড়িদের থামতে আছে মানা

হবে না সময় তাতে জানা।


আমি কি চলছি ঘড়ির তালে

ফেঁসেছি নিজেই নিজের জালে!

কত কাজ রইলো আজও বাকি

সে স্বপন মনের মধ্যে আঁকি।


হবে কি পূর্ণ মনের আশা?

ভাবনায় বাড়াচ্ছে হতাশা!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ