চাঁদের দেখা পায় না ওরা

চাঁদের দেখা পায় না ওরা

ছড়া-কবিতা জয়নুল আবেদীন আজাদ এপ্রিল ২০২৩

চাঁদের কিরণ ছড়ায় আলো দূর আকাশে

সে আলোরই খানিক ছটা

এসে পড়ে আমার ঘরে,


শাওয়াল মাসে চাঁদ এসে যায় আরো কাছে

চিকন হাসির নতুন রূপে

খুশি বিলায় আপন করে।


এমন দিনে ওদের কথা মনে পড়ে যায়

বন্দী এখন ফুলশিশুরা

ফিলিস্তিনে নিজের দেশে হায়, 


চাঁদের দেখা পায় না ওরা কঠিন কারাগারে

যায় শোনা যায় গোলার আওয়াজ

বর্গীরা সব লুটেপুটে খায়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ