ছেলেবেলা

ছেলেবেলা

ছড়া-কবিতা কামরুল আলম জুলাই ২০২৩

গাছের সবুজ ছায়ার নিচে

তপ্ত দুপুরবেলা

কী যে দারুণ কাটতো সময় 

আমার ছেলেবেলা। 


মনটা ছিল উড়ন্ত খুব

দুরন্ত সেই দিনে

আম কুড়াতে বের যে হতাম

বনেরই গহিনে।


কালোজামের গাছের নিচে

ঘুরতে যেতাম রোজ

কই হারালাম কই যে গেলাম

রাখতো না কেউ খোঁজ। 


লিচুবনে খেই হারাতাম 

গাপুসগুপুস খেয়ে 

মনটা হতো ফুরফুরে খুব

আম লিচু জাম পেয়ে। 


তপ্তরোদের দুপুরবেলা

হতো যে হইচই 

হায় রে আমার সেই সোনালি 

ছেলেবেলা কই?

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ