ছড়ার পাখি।  ইসরাত জাহান নিশি

ছড়ার পাখি। ইসরাত জাহান নিশি

ছড়া-কবিতা আগস্ট ২০১৯

ছড়ার পাখি কিনেছিলাম
গিয়ে ছড়ার হাটে
পাখি নিয়ে কাটাই সময়
মন বসে না পাঠে।
ছড়ার পাখি ভোরে ওঠে
সূর্য ওঠা দেখে
পাখি আমার গোসল করে
সূর্যের রং মাখে।
শীত সকালে শিশির মেখে
ঝাপটায় দুই ডানা
গলার সাধে সা রে গা মা
যতই করি মানা।
পাখি আমার দুপুর বেলা
সবুজ পাতার ফাঁকে
বসে আমায় মিষ্টি সুরে
ও ছড়াকার ডাকে।
সবুজ পাতার ঝিরিঝিরি
লেগে হাওয়ার কাঁপন
পাখির সাথে কথা বলে
আমার জীবনযাপন।
ছড়ার পাখি কাঁধে বসে
দুষ্টু হেসে কয়
ও ছড়াকার তুমি নাকি
ভূতকে পাও ভয়?
ভূত বলে যে নেই কিছু
এটা রেখ মনে
ঠিক দুপুরে তোমায় নিয়ে
ঘুরতে যাব বনে।
এমনি কত গল্প বলে
আমার ছড়ার পাখি
পাখির অনেক কথা আমার
দেয় চেতনার ঝাঁকি।
পাখি আমার জোছনা রাতে
গল্প বলে চাঁদের
ছড়ার পাখি শক্তি আমার
ভাষা প্রতিবাদের।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ